বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৃষ্টি হল চাঁদের পাহাড়। একটি গ্রামের সহজ- সরল মেধাবী, ও কর্মঠ ছাত্র কিভাবে দারিদ্রতাকে দূর করবার আশায় বুকে অদ্যম আশা নিয়ে, নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগিয়ে চলেছে; সেটাই প্রথম পর্বে বিস্তারিতভাবে উল্লেখ হয়েছে। সুদূর আফ্রিকায় গিয়ে শঙ্কর তার রোমহর্ষক অভিযানের একজন সাথীকে খুঁজে পায় যিনি তার থেকেও অনেক বেশি আফ্রিকা সম্পর্কে জ্ঞাত। কিন্তু প্রকৃতির সেই বিশাল অজানা জ্ঞান ভান্ডার এর কাছে তারা নিতান্ত অসহায়! তবুও আলভারেজ ও শংকর কিভাবে সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে তাদের লক্ষ্যের সন্ধানে এগিয়ে চলে এবং কি চমক তাদের জন্য অপেক্ষা করছে তা জানতে হলে অবশ্যই দ্বিতীয় পর্ব শুনতে হবে। তাই দেরি না করে শুনে ফেলুন গল্প খুড়ো অ্যাপ।
00:00
/
NaN:NaN
0
0 Review
20 Likes
Voice Artist
Sanchayita Das - Sanjoy Acharya - Amit Kumar Dey
All Episodes (4)
Download App to enjoy unlimited Audiobooks and Audio Stories