প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা একটি মজার গল্প হল চাঙ্গায়নি সুধা। নতুন দিল্লির গোল মার্কেটের পেছনে এক বাঙালি ভদ্রলোকের রেস্টোর্যান্ট আছে, যার নাম ক্যালকাটা টি কেবিন। এর মালিক কালীবাবু বেশ অতিথি পরায়ন। প্রায়ই সন্ধের সময় স্থানীয় বাঙালিদের একটি আড্ডা বসে এখানে। বিজয়া দশমীর দিন সন্ধের আড্ডা বেশ জমে উঠেছে। চা, চিঁড়েভাজা, নিমকি, ফুলুরি সহযোগে জমাটি আড্ডা চলছে। এমন সময় সেখানে এসে হাজির হলেন এক সাধুবাবা। তিনি আডাধারীদের পূর্ব পরিচিত। তাঁর নাম জটাধর বকশী। তাঁর হাতের প্রকান্ড কমন্ডলুতে করে নিয়ে এসেছেন চাঙ্গায়নি সুধা। সে আবার কি বস্তু? আড্ডাধারীদের প্রশ্নের জবাবে জটাধর বকশী তাঁর চাঙ্গায়নি সুধা সবাইকে খেতে দিলেন। তারপর এক বিচিত্র কান্ড আরম্ভ হল। সেই মজার কান্ডকারখানা জানতে হলে গল্পখুড়ো অ্যাপে শুনতে থাকুন পরশুরামের লেখা মজার গল্প চাঙ্গায়নি সুধা।