পৃথিবী ঘোরার ইচ্ছা নিয়ে লেখক পৌঁছান মিশর দেশে মানে মমির রাজ্যে l শখ থেকে তিনি একটা মমিও কিনে ফেলেন! বাড়ি আনার পরে মা তো রেগে আগুন! !! যাইহোক, নিজের শখেই সেই বামন মমিকে তিনি একটি কাঁচের আলমারিতে সাজিয়ে রাখেন l কিন্তু বিপত্তি সেখানেই ....হঠাৎ করে একদিন রাতে সেই মমি কাঁচের আলমারি ভেঙ্গে বাইরে বেরিয়ে আসে! দুর্ঘটনা ভেবে নিলেও পরমুহূর্তে লেখন সম্মুখীন হন এম. এন পাশার! কে এই এম.এন. পাশা???? লেখক কি বামন মমিকে আটকে রাখতে পারবেন? সবটা জানতে হলে হেমেন্দ্রকুমার রায়ের লেখা গল্প খামেনের মমি শুনতে হবে l আর তাই খুলে ফেলুন গল্প খুড়ো এ্যাপ l
00:00
/
NaN:NaN
0
0 Review
30 Likes
Voice Artist
SAYAM - Sanchayita Das
All Episodes (1)
Download App to enjoy unlimited Audiobooks and Audio Stories