রনি আর লালটুর পাড়াতুতো দাদা হল সাগরদা। সাগরদা চাকরি করলেও গোয়েন্দাগিরির ব্যাপারে ওর বেশ ঝোঁক আছে। সাগরদা অফিসের কাজে উত্তর কলকাতার একটা বাড়িতে রেড করতে গিয়ে একটা পুরনো ডায়েরি পায়। সেই ডায়েরিতে লেখা আছে এক গুপ্তধনের হদিস। সেই গুপ্তধনের সন্ধানে সাগরদা, রনি আর লালটু দেখা করল হীরাপদ গাঙ্গুলির সাথে। ওদিকে হীরাপদবাবু বললেন, ওনাকেও একজন ভয় দেখাচ্ছে। গুপ্তধন পাওয়া গেলে তার ভাগ চাইছে। ডায়েরির পাতায় একের পর এক ধাঁধার সমাধান করে সাগরদার সাথে লালটু, রনিরা খুঁজে বেড়ায় কলকাতার ইতিহাসের সাথে জড়িয়ে থাকা সেই গুপ্তধন। আর ওদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে কয়েকজন ক্রিমিনাল। শেষ অবধি রনিরা কি পারবে সেই গুপ্তধন উদ্ধার করতে? এই রহস্যের কাহিনী জানতে হলে গল্পখুড়ো অ্যাপে শুনতে থাকুন নীলাদ্রি চৌধুরীর লেখা রহস্য উপন্যাস মীরজাফরের গুপ্তধন।