রনির পিসেমশাই একদিন এক দারুন গল্প বললেন। পিসেমশাই তাঁর চাকরিজীবনের শুরুতে পোস্টেড ছিলেন বাঁকুড়ার এক ব্লকে। সেখানে তাঁর অফিসের একজন কলিগ মিহিরদা ভীষন ভালবাসতেন দাবা খেলতে। পিসেমশাই নিজেও দারুন দাবা খেলেন বরাবর। কিন্তু পিসেমশাই স্বীকার করলেন যে মিহিরদার কাছে তাঁকে বারবার হারতে হয়েছিল দাবায়। অথচ অদ্ভুত ব্যাপার মিহিরদা কিন্তু নিজের বোর্ড ছাড়া দাবা খেলতে চাইতেন না। মিহিরদার কাছে ছিল এক অতি পুরনো চন্দনকাঠের তৈরি দাবার বোর্ড। এই বোর্ডে খেলার সময় মিহিরদা যেন সাধারন মানুষ থাকতেন না। যেন এক অদৃশ্য শক্তি তাঁকে চালনা করত। এই দাবার বোর্ড কি আর পাঁচটা দাবার বোর্ডের মতই সাধারন? না কি এর সাথে জুড়ে আছে এক অভিশপ্ত ইতিহাস। সেই কাহিনী জানতে হলে আজই আপনার মোবাইলে ইন্সটল করে নিন গল্পখুড়ো অ্যাপ। আর শুনতে থাকুন নীলাদ্রি চৌধুরীর লেখা অলৌকিক গল্প অদৃশ্য দাবাড়ু।