আকাশপুর আর বিদ্যাধরপুর, এই দুই গ্রাম বরদাচরন স্মৃতি কাপের ফাইনালে উঠেছে। আকাশপুরের প্রেসিডেন্ট গদাধর সামন্ত সবাইকে ক্লাবে ডেকে বলছেন, এবারে কাপ জিততেই হবে। আকাশপুরের ক্যাপ্টেন অভিজিত, ওপেনিং ব্যাটসম্যান লালটু সবাই বিরাট চিন্তায় রয়েছে কি করে ম্যাচটা বার করবে। কারন ম্যাচের শুরুতেই টসে জিতে ব্যাটিং করল বিদ্যাধরপুর। আর বিরাট স্কোর খাড়া করল। এমনসময় আকাশপুরের টিমের পলাশ এক হাঁড়ি রাবড়ি নিয়ে এসে সবাইকে খাওয়াতে লাগল। ফিল্ডিং করতে নামার আগে বিদ্যাধরপুরের প্লেয়াররা খুশিমনেই রাবড়ি খেল। কিন্তু তারপরে কি হল? এত বড় স্কোর করেও বিদ্যাধরপুর কি জিততে পারবে বরদাচরন স্মৃতি কাপ? খেলার রেজাল্ট কি হল জানতে হলে প্রখ্যাত অভিনেতা ঋতব্রতর কন্ঠে শুনতে থাকুন নীলাদ্রি চৌধুরীর লেখা গল্প রাবড়ি রহস্য।