স্কুলের সুবর্ন জয়ন্তীর অনুষ্ঠানে আশীষ স্যার ঠিক করলেন লক্ষণের শক্তিশেল নাটক মঞ্চস্থ করাবেন স্কুলের ছাত্রদের নিয়ে। এদিকে লক্ষণের শক্তিশেল নাটকে রাবন সেজেছে সুপ্রতিম। সে অভিনয় করার চেয়ে গান গাওয়ার দিকেই মনোযোগ দিচ্ছে বেশি। আবার পল্লব আর অরূপের ওপরে দায়িত্ব পড়েছে গন্ধমাদন পাহাড় আর শক্তিশেল তৈরি করার। নাটক শুরু হবার আগে অরূপ দেখল, গন্ধমাদন পাহাড়টা বেশ ভারি হয়েছে। সেটা নাটকের সময় নাটকের যমরাজ মানে অসীমের পিঠে পড়তেই ব্যথায় ককিয়ে উঠল অসীম। আর আশীষ স্যার অরূপের তৈরি শক্তিশেলটা নিয়ে তাড়া করলেন পল্লবকে। আসলে কি হয়েছিল? শুনতে থাকুন গল্পখুড়োর বিশেষ নিবেদন নীলাদ্রি চৌধুরীর লেখা মজার গল্প শক্তিশেলের গুঁতো।