রবার্ট লুই স্টিভেনসন হল এমনই একজন লেখকের নাম যাঁর লেখা পড়ার জন্য অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ পাগল হয়ে উঠেছে যুগে যুগে। ঊনিশ শতকের মধ্যভাগে স্টিভেনসন জন্ম নেন স্কটল্যান্ডে। তাঁর লেখা গল্পের মধ্যে সমুদ্রযাত্রা, অজানা পথে পাড়ি দেবার দুর্দান্ত অ্যাডভেঞ্চার পাঠকদের টেনে নিয়ে যায় এক অন্য জগতে। তাঁর লেখা The Treasure Island খুব সম্ভব সবচেয়ে বিখ্যাত উপন্যাস।
ইংল্যান্ডের এক হোটেলে থাকত জিম হকিন্স নামের একটি ছেলে। জিমের বাবা ছিলেন এই হোটেলের মালিক। জিম, জিমের বাবা আর মা এই তিনজন হোটেলের দেখভাল করতেন। এই হোটেল ছিল সমুদ্রের ধারে। একদিন সেখানে এসে হাজির হল এক আগন্তুক। তার পরিচ্ছদ দেখে বোঝা গেল সে একজন পোড়খাওয়া নাবিক। তাকে জিম ডাকত ক্যাপ্টেন বলে। ক্যাপ্টেন যে খুব সুবিধের নয় তার প্রমান পাওয়া গেল শীগগিরই। তাকে খুঁজতে জিমদের হোটেলে হানা দিতে লাগল যারা, তাদের দেখলেও বুক কেঁপে ওঠে। তারপর জিমের বাবা মারা গেলেন। একদিন রাতে ক্যাপ্টেনও মারা গেল। ক্যাপ্টেনের কাছে একটা অয়েলক্লথের প্যাকেট ছিল। সেখান থেকেই জিম পেয়ে গেল ট্রেজার আইল্যান্ডের ম্যাপ, যেখানে লুকনো আছে সাত রাজার ধন। জিমের হিতাকাঙ্খী ডাঃ লিভসি আর ট্রেলনির সাথে জিম চলল সেই দ্বীপে গুপ্তধন উদ্ধারের আশায়। এদিকে জিমদের জাহাজে আছে আরও একদল নাবিক যারা আসলে জলদস্যু। তারাও ষড়যন্ত্র করছে গুপ্তধন হাতিয়ে নেবার জন্য। শেষ অবধি জিম কি পারবে সেই দ্বীপে পৌঁছে গুপ্তধন উদ্ধার করতে? টানটান এই অ্যাডভেঞ্চারের কাহিনী শুনতে হলে আপনার মোবাইলে শুধু ইন্সটল করে নিন গল্পখুড়ো অ্যাপ। আর শুনতে থাকুন রবার্ট লুই স্টিভেনসনের কালজয়ী উপন্যাস The Treasure Island
00:00
/
NaN:NaN
0
7 Review
51 Likes
Voice Artist
Sanchayita Das - Sanjoy Acharya - Jyotirmoy Pramanik - Amit Kumar Dey
All Episodes (8)
Download App to enjoy unlimited Audiobooks and Audio Stories