Description: বোলো না, বোলা না, আজ আমাকে চা খেতে বোলো না! ঘরে ঢুকেই বলে উঠলেন সুন্দরবাবু। মানিক সবিস্ময়ে শুধোলে, এ কী কথা শুনি আজ মন্থরার মুখে। -না আজ কিছুতেই আমি চা খাব না। –একেবারে ধনুর্ভঙ্গ পণ? –হুম। জয়ন্ত বললে, বেশ, চা না খান, খাবার খাবেন তো? কী খাবার? –টিকিয়া খাবার। ও তাই নাকি। তারপর আছে ভেন্ডালু! –হংস মাংস? –হ্যাঁ, বনবাসী হংস। সুন্দরবাবু ভাবতে লাগলেন। –খাবেন তো? সুন্দরবাবু ত্যাগ করলেন একটি সুদীর্ঘ নিশ্বাস। তারপর মাথা নেড়ে করুণ স্বরে বললেন, উঁহুম! আজ আমাকে হংস-মাংস ধ্বংস করতে বোলো না। মানিক বললে, হালে আর পানি পাচ্ছি না। হংস-মাংসেও অরুচি! সুন্দরবাবু এইবারে বোধ হয় পরমহংস হয়ে বৈরাগ্যব্রত গ্রহণ করবেন।
Golpokhuro App
Listen to Complete Audiobooks