Description: "আমাদের আরজিটা হচ্ছে সার—আনন্দ মিস্ত্রীকে জবাব দিতে হবে।" রঘুপতি রায় অবাক হয়ে বললেন, "তার অপরাধ কি?" একসঙ্গে কয়েকজন বলে উঠল, "অতি বদ লোক বাবু, তার সঙ্গে আমরা কাজ করতে পারব না।" কিন্তু সেই আনন্দ তো ছিল সবার প্রিয়... তাহলে হঠাৎ এমন অভিযোগ কেন?