Description: দিন তিনেক পরের কথা। দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছি, হঠাৎ নীচ থেকে এল বিমলের পরিত্রাহি চিৎকার। বিমল হচ্ছে আমার ছোটো ভাই। বয়স সাত বৎসর। দ্রুতপদে নীচে নেমে গেলুম। চিৎকার আসছে বাইরের ঘর থেকে। সেখানে গিয়ে দেখি, আয়নার সামনে জড়সড় হয়ে বসে ভয়ার্ত স্বরে বিমল দুই চক্ষু মুদে চিৎকারের পর চিৎকার করছে। —কী রে বিমল, কী হয়েছে রে? —জুজু দাদা, জুজু! আয়নার ভেতরে জুজু। —কী যা তা বলছিস? কই, আয়নার ভেতরে কেউ তো নেই—খালি তুই আর আমি ছাড়া। —না দাদা, একটা ভয়ানক জুজু আয়নার ভেতর থেকে কটমট করে আমার পানে তাকিয়ে ছিল!
Golpokhuro App
Listen to Complete Audiobooks