Description: ভবতোষের সাড়া নেই। জিতেন উদ্বিগ্ন, আবার ডাকল – "প্রভু, ও প্রভু, দয়া করে একবারটি শুনুন।" হঠাৎ ভবতোষ ধীর কণ্ঠে বললেন, "আঃ! কেন খামকা প্রভু প্রভু করছ? আমি সামান্য মানুষ, কারও প্রভু নই। ফের যদি প্রভু বল তো সাড়া দেব না।" কিন্তু সবাই জানে, ভবতোষ ঠাকুর সামান্য নন। তবে কি তিনি সত্যিই এক অলৌকিক শক্তির অধিকারী?