Description: পূর্বদিকে মাইল খানেক পদচালনা করবার পরে শহরে সন্ধান পেলুম না বটে, কিন্তু একটি রাস্তায় গিয়ে দাঁড়ালুম। সেখানে ধুলোর ওপরে গাড়ির চাকার দাগ দেখে বোঝা গেল, এ পথে যখন যানবাহনের চলাচল আছে তখন লোকালয় পাওয়া যেতে পরে অনতিদূরেই। আরও খানিক এগুবার পরেই পথের ধারে চোখে পড়ল একখানা ছোটো একতলা বাড়ি। বাড়ির গড়ন দেখেই বুঝতে দেরি লাগল না যে, সেখানা হচ্ছে ডাকবাংলো। বন্য নির্জনতার মধ্যে অন্তত মাথা গোঁজবার একটা আস্তানা পেয়ে আশ্বস্তির নিশ্বাস ফেলে বাঁচালুম।
Golpokhuro App
Listen to Complete Audiobooks