Description: ভাগ্য বলতে পারে এমন এক জ্যোতিষীর কাছে গেলাম, যার নাম সারা শহরে বিখ্যাত—ডক্টর মিনাল্ডার দ মাইটি! লোকজন দল বেঁধে আসছে, তার কক্ষে ঢুকে থ হয়ে ফিরে আসছে! আমার কৌতূহল বাড়ল, তাই আমিও গেলাম ভাগ্য জানতে... কিন্তু, দরজা খুলতেই চমকে উঠলাম—এই লোককে আমি চিনি! বছর তিনেক আগেও সে আমার কাছে ধার নিয়ে পালিয়েছিল! এখন সেজেছে গ্রীক গনৎকার! সে কি আমার ভবিষ্যৎ জানাবে? নাকি আমি তার অতীত ফাঁস কল?