Description: "তাহলে আপনি সত্যিই ভূত দেখাতে পারেন?" “হ্যাঁ, এবং আজ রাতেই দেখাবো,”—জবাব দিল জটাধর বকশী। সত্যিই যদি কেউ ভূত দেখাতে পারে, তাহলে? রামতারণবাবু হাসলেন… কিন্তু সেই হাসির পেছনে কি ছিল ভয়? এক রাত। এক প্রতিশ্রুতি। এক রহস্যময় ব্যক্তি। আপনি কি প্রস্তুত?