Description: বাঘ যে নিরামিষাশী হতে পারে, তা কেউ কল্পনাও করতে পারে না! কিন্তু চৌধুরী রঘুবীর সিং-এর আদেশে বাঘ রামখেলাওন ও তার স্ত্রী রামপিয়ারীকে পুরি, কচৌরি, মালাই ও বরফি খেতে বাধ্য করা হল! দীর্ঘদিন নিরামিষ খাওয়ার পর তাদের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু শুভদৃষ্টি হতেই যা ঘটল, তা ভাবলেই গা শিউরে ওঠে! নববিবাহিত বাঘ-দম্পতি পরস্পরের সামনের পায়ে এমনভাবে কামড়ে ধরল যে এক এক গ্রাস মাংস তুলে নিল নিজেদের শরীর থেকেই! শাঁখের আওয়াজ, মানুষের চিৎকার, বাঘের গর্জন – মুহূর্তেই রক্তারক্তি কাণ্ড! এত চেষ্টা করেও কি সত্যিই বাঘকে নিরামিষভোজী বানানো যায়?