Description: কতক্ষণ পরে জানি না, আমার ঘুম ভেঙে গেল আচমকা। মুখের উপরে পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস! আমি কি স্বপ্ন দেখছি? কিন্তু না! ঠিক পাশেই, গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটি জীব—কোমল, রোমশ, জীবন্ত! স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস-প্রশ্বাসের শব্দ! সেই সঙ্গে এক অদ্ভুত জান্তব গন্ধ! ধড়মড় করে উঠে বসতেই আচমকা দপ করে জ্বলে উঠল ঘরের আলো! কিন্তু বিছানার দিকে তাকিয়ে আমার বুকটা ধড়াস করে উঠল! ওখানে কেউ নেই! অথচ বিছানার চাদরে ফুটে উঠেছে কাদামাখা বিশাল থাবার দাগ…!