Description: আমরা ছুটতে ছুটতে ফটক পেরিয়ে বনের কাছে এসে দাঁড়ালাম। ঠিক তখনই, সেই রহস্যময় বাড়ির দোতলা থেকে শোনা গেল—‘হা হা হা হা!’ একসঙ্গে পুরুষ ও নারীর অদ্ভুত হাসি! আমাদের শরীরে তখনও ঠান্ডা বাতাসের স্পর্শ লেগে আছে, ঘরে থাকা বেলফুলের সুগন্ধ যেন এখনও নাকে লেগে আছে! কিন্তু কে হাসল? আমরা কি ভুল করেছিলাম? নাকি সত্যিই সেই বাড়িতে কেউ ছিল? পরদিন সকালে আবার ফিরে এলাম দলবল নিয়ে... কিন্তু যা দেখলাম, তাতে চমকে উঠলাম! এ কি করে সম্ভব?