Description: সৃষ্টিকর্তা সব সময় রক্ষা করেন না, আহারও দেন না। পঞ্চাশ—ষাট বৎসর আগে ওসব মোলায়েম কথা বলা চলত, যখন দেশ ভাগ হয়নি, লোকসংখ্যাও অনেক কম ছিল। তখন এক কবি গেয়েছিলেন—‘চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশবিদেশে বিতরিছ অন্ন।’ আর এখন? দেশ বিদেশ থেকে অন্ন আমদানি করতে হচ্ছে!