Description: একদিন সকালে দুজনে ব্রেকফাস্টে বসেছি এমন সময় হোমস বলে উঠলো - ওয়াটসন এবার আমাদের যেতে হবে যেতে হবে। - কোথায়? - কিংস পাইল্যান্ড, ডর্টমুর। আমি খুব একটা অবাক হলাম না। আসলে এই দুর্দান্ত কেসটা নিয়ে সারা ইংল্যান্ডে প্রচুর আলোচনা হলেও এখনো পর্যন্ত যে হোমস এর সঙ্গে জড়িয়ে পড়ে নি সেটা একটু অবাক কান্ড। সেদিন সারাক্ষণ হোমস ঘরে পায়চারি করল। বারবার পাইপে কড়া তামাক খাচ্ছে যদিও আমার কোন প্রশ্ন বা মন্তব্যে কান দিচ্ছে না । আমাদের খবরের কাগজওলা যখনই কোন খবরের কাগজ দিয়ে যাচ্ছে সেগুলোর ওপর হোমস একবার করে চোখ বুলিয়ে নিচ্ছে আর ঘরের এক কোনে ছুঁড়ে ফেলছে। তাও যতই হোমস চুপ করে থাকুক ও যে এই ব্যাপারটা নিয়ে সারাক্ষণ ভেবে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি।